পেটি খতিয়ান অনুসন্ধান করার মাধ্যমে জমির পরিমাণ, মালিকের নাম এবং দাগ নং সহ বিস্তারিত তথ্য যাচাই করতে পারবেন।

পেটি খতিয়ান হচ্ছে এক ধরনের সার্ভে খতিয়ান। ভূমি মন্ত্রণালয়ের স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ ওয়েবসাইটে গেলে খতিয়ান যাচাই করা যায়। পেটি খতিয়ান যাচাই করার বিস্তারিত পদ্ধতি শেয়ার করা হয়েছে এই পোস্টে।

তো চলুন, পেটি খতিয়ান যাচাই করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।

পেটি খতিয়ান অনুসন্ধান

পেটি খতিয়ান অনুসন্ধান করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। বিভাগ, জেলা, উপজেলা/থানা সিলেক্ট করুন। খতিয়ানের ধরণ থেকে পেটি সিলেক্ট করুন। মৌজা নং লিখে সার্চ করুন বা তালিকা থেকে খুঁজে সিলেক্ট করুন। খতিয়ান নং লিখে সার্চ করুন বা খতিয়ানের তালিকা থেকে খুঁজে বের করে দুইবার ক্লিক করুন।

পেটি খতিয়ান অনুসন্ধান
পেটি খতিয়ান অনুসন্ধান

এছাড়া, খতিয়ান নং জানা না থাকলে বা তালিকা থেকে খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নং কিংবা মালিকের নাম লিখেও খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।

দুইবার ক্লিক করলে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করলে খতিয়ানের কপির জন্য আবেদন করতে পারবেন।

পেটি খতিয়ান বের করার নিয়ম

  • পেটি খতিয়ান বের করতে dlrms.land.gov.bd ভিজিট করুন
  • বিভাগ>জেলা>উপজেলা/থানা সিলেক্ট করুন এবং পেটি খতিয়ান সিলেক্ট করুন
  • মৌজা নং লিখে সার্চ করুন বা তালিকে থেকে মৌজা খুঁজে সিলেক্ট করুন
  • খতিয়ান নং লিখে সার্চ করুন বা তালিকা থেকে খুঁজে বের করুন
  • এছাড়া, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে দাগ নং/মালিকের নাম লিখেও সার্চ করতে পারবেন
  • খতিয়ান খুঁজে পেলে দুইবার ক্লিক করতে হবে, তাহলে বিস্তারিত তথ্য যাচাই করতে পারবেন

এই পদ্ধতিতে খতিয়ানের তথ্য যাচাই করতে পারবেন। খতিয়ানের কপি সংগ্রহ করতে চাইলে ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করতে হবে। অতঃপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করুন। অনলাইন কপি/সার্টিফাইড কপি নিতে চান সেটি সিলেক্ট করে জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন।

চেকআউট করুন বাটনে ক্লিক করুন। এরপর, একাউন্ট নিবন্ধন বা লগইন করুন। আপনার নাম, ভোটার আইডি কার্ডের নাম্বার, ই-মেইল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে ফরম পূরণ করুন এবং খতিয়ানের কপির ফি অনলাইনে পেমেন্ট করুন।

অনলাইন কপির জন্য ১০০ টাকা ফি প্রদান করতে হবে। সার্টিফাইড কপির জন্য আলাদা ফি প্রযোজ্য হবে। ডেলিভারির ধরনের উপর ভিত্তি করে ফি এর পরিমাণ কম বা বেশি হতে পারে।

এভাবে, পেটি খতিয়ান অনলাইনে যাচাই করার পাশাপাশি চাইলে খতিয়ানের কপির জন্য আবেদন করতে পারবেন সহজেই।

আরও পড়ুন —

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *