জমির দাগ নাম্বার জানা থাকলে জমির মালিকানা যাচাই করতে পারবেন সহজেই। অনলাইনে জমির মালিকানা যাচাই করার সহজ পদ্ধতি জানতে পারবেন এখানে।
যেকোনো জমির বিভাগ>জেলা>উপজলা এবং মৌজা সহ দাগ নং জানা থাকলে উক্ত জমির মালিকানা যাচাই করতে পারবেন সহজেই। এছাড়া, খতিয়ান নং জানা থাকলেও মালিকানা যাচাই করা যায়।
একটি জমি কোন ব্যক্তির নামে আছে জানতে পারবেন এই পদ্ধতি অনুসরণ করে। তো চলুন, জমির দাগ নং দিয়ে মালিকানা যাচাই করার পদ্ধতি জেনে নেয়া যাক।
দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা বের করার নিয়ম
দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা বের করার জন্য dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। সার্ভে খতিয়ান সিলেক্ট করুন। বিভাগ>জেলা>উপজেলা>খতিয়ানের ধরণ এবং মৌজা সিলেক্ট করুন। অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন এবং দাগ নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন।

এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির দাগ নং দিয়ে উক্ত জমির মালিকানা যাচাই করতে পারবেন। একটি জমির দাগ নং জানা থাকলে জমিটি কোন ব্যক্তির নামে আছে তা যাচাই করা যাবে। জমি ক্রয় করার সময় এই পদ্ধতিটি ব্যবহার করলে সহজেই জমির মালিকানা যাচাই করতে পারবেন।
দাগ নং দিয়ে জমির মালিকানা যাচাই
- dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন
- সার্ভে খতিয়ান সিলেক্ট করুন
- বিভাগ>জেলা>উপজেলা>খতিয়ানের ধরণ এবং মৌজা সিলেক্ট করুন
- খতিয়ানের তালিকা ঘরে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন
- দাগ নং লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন
- তাহলে দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করতে পারবেন
যেকোনো জমির ঠিকানা এবং দাগ নং জানা থাকলে এই পদ্ধতি অনুসরণ করে সহজেই উক্ত জমির মালিকের নাম বের করতে পারবেন। এছাড়া, জমির পরিমাণ, খতিয়ান নং জানতে পারবেন। চাইলে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।
দাগ নং দিয়ে খতিয়ান অনুসন্ধান
দাগ নং দিয়ে খতিয়ান অনুসন্ধান করার জন্য land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনটি সিলেক্ট করুন। বিভাগ>জেলা>উপজেলা>খতিয়ানের ধরণ এবং মৌজা সিলেক্ট করুন। খতিয়ানের তালিকা সেকশন থেকে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন।
এরপর, দাগ নং লেখার নিচের বক্সে আপনার জমির দাগ নং লিখুন। খুঁজুন বাটনে ক্লিক করলে উক্ত জমির খতিয়ান বের হবে। দুইবার ক্লিক করলে খতিয়ানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
এখানে দাগ নং দিয়ে জমির খতিয়ান নং, জমির পরিমাণ এবং মালিকের নাম দেখতে পারবেন। এছাড়া, খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন সহজেই।