অনলাইনে বি এস খতিয়ান অনুসন্ধান করার মাধ্যমে জমির তথ্য যাচাই করতে পারবেন। কিভাবে যাচাই করতে হয় জানতে পারবেন এই পোস্টে।

সার্ভে খতিয়ানের মাঝে বি এস একটি খতিয়ান। এই খতিয়ানে জমির মালিকের নাম, পরিমাণ এবং দাগ নং সহ অন্যান্য তথ্য বিস্তারিত উল্লেখ থাকে। অনলাইনে খতিয়ান অনুসন্ধান করার মাধ্যমে আপনার জমির তথ্য যাচাই করতে পারবেন।

কিভাবে অনলাইনে বি এস খতিয়ান যাচাই করতে হয় বিস্তারিত জানতে পারবেন এই পোস্টে। তো চলুন, জেনে নেয়া যাক।

বি এস খতিয়ান অনুসন্ধান

বি এস খতিয়ান অনুসন্ধান করার জন্য dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। সার্ভে খতিয়ান অপশনটি সিলেক্ট না থাকলে সিলেক্ট করুন এবং বিভাগ>জেলা>উপজেলা/থানা সিলেক্ট করুন এবং খতিয়ানের ধরন থেকে বি এস সিলেক্ট করুন। অতঃপর, মৌজা বা জেএল সিলেক্ট করে খতিয়ান নং লিখে সার্চ করুন।

বি এস খতিয়ান যাচাই
বি এস খতিয়ান যাচাই

এছাড়া, খতিয়ানের তালিকা থেকেও স্ক্রোল করে খতিয়ান খুঁজে বের করতে পারেন। খতিয়ান নং জানা না থাকলে, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। অতঃপর, জমির মালিকের নাম/দাগ নং লিখেও সার্চ করতে পারবেন।

বি এস খতিয়ান খুঁজে পেলে খতিয়ানটিতে দুইবার ক্লিক করুন। তাহলে, খতিয়ানের তথ্য বের হবে। এখানে, জমির মালিকের নাম, দাগ নং, পরিমাণ জানতে পারবেন। ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করলে কপি সংগ্রহ করতে পারবেন।

বি এস খতিয়ান যাচাই করার নিয়ম

  • বি এস খতিয়ান অনলাইনে অনুসন্ধান করতে dlrms.land.gov.bd ভিজিট করুন
  • সার্ভে খতিয়ান অপশনটি সিলেক্ট করুন (ডিফল্টভাবে এটিই সিলেক্ট থাকে)
  • বিভাগ>জেলা>উপজেলা/থানা সিলেক্ট করুন এবং বি এস খতিয়ান সিলেক্ট করুন
  • মৌজা বা জেএল সিলেক্ট করুন বা সার্চ করে সিলেক্ট করুন
  • খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন বা খতিয়ানের তালিকা থেকে খুঁজে বের করুন
  • কিংবা, অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে মালিকের নাম/দাগ নং লিখে সার্চ করুন
  • খুঁজে পেলে দুইবার ক্লিক করলে বি এস খতিয়ানের বিস্তারিত তথ্য যাচাই করতে পারবেন

উপরোক্ত এই পদ্ধতি অনুসরণ করে আপনার জমির বি এস খতিয়ান সংক্রান্ত তথ্য যাচাই করতে পারবেন। এছাড়া, খতিয়ানের কপি সংগ্রহ করতে চাইলে ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করুন।

উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করে অনলাইন কপ নাকি সার্টিফাইড কপি নিতে চান সিলেক্ট করুন। অতঃপর, চেকআউট করুন বাটনে ক্লিক করলে land gov bd ওয়েবসাইটে একাউন্ট নিবন্ধন বা লগইন করতে হবে। এরপর, নিম্নোক্ত তথ্যগুলো দিয়ে ফরম পূরণ করে ফি পরিশোধ করলে খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন।

ফি পরিশোধ করার পর রিসিট পাবেন। এখানে উল্লিখিত তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন —

অন্যান্য পোস্টগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *