eKhatian Gov BD – খতিয়ান অনুসন্ধান ও পর্চা সেবা

eKhatian Gov BD
ভূমি সেবা
  • অনলাইনে জমির দলিল চেক
  • খাস জমি রেকর্ড করার নিয়ম
  • নামজারি করতে কত টাকা লাগে
  • দানপত্র দলিল বাতিল করার নিয়ম

eKhatian Gov BD হচ্ছে খতিয়ান অনুসন্ধান এবং পর্চা ভূমি সেবা সংক্রান্ত ব্লগ ওয়েবসাইট।
এখানে কোনো প্রকার সরকারি সেবা পাওয়া যায়না।

সর্বশেষ পোস্টসমূহ

eKhatian Gov BD ওয়েবসাইটে ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়। নামজারি খতিয়ান, সার্ভে খতিয়ান এবং ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান জানতে পারবেন এখানে।

নামজারি আবেদন, নামজারি খতিয়ান যাচাই করার পদ্ধতি শেয়ার করা হয়েছে আমাদের ওয়েবসাইটে। সার্ভে খতিয়ানের মাঝে আর এস খতিয়ান, বি আর এস খতিয়ান, বি এস খতিয়ান, এস এ খতিয়ান, সি এস খতিয়ান, পেটি খতিয়ান এবং ডিপি খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি বিস্তারিত শেয়ার করা হয়েছে।

খতিয়ান অনুসন্ধান করার পর কিভাবে খতিয়ানের অনলাইন বা সার্টিফাইড কপি সংগ্রহ করতে হয় তা বিস্তারিত ধাপে ধাপে উল্লেখ করে দেয়া হয়েছে। এছাড়া, ভূমি সংক্রান্ত আইন এবং দলিল সংক্রান্ত জটিলতা নিয়ে ব্লগ পোস্টগুলো পড়তে পারবেন আমাদের এখানে।

ভূমি সংক্রান্ত জটিলতার কারণে অনেকেই সমস্যায় পড়ে আছেন। দেশের সকলের ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান করার উদ্দেশ্যে এই ওয়েবসাইটের যাত্রা শুরু। এটি কোনো সরকারি ওয়েবসাইট নয়, তাই সরকারি সেবা পাওয়া যাবেনা।

www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান করার জন্য land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ অপশনে ক্লিক করুন। এরপর, নামজারি খতিয়ান অনুসন্ধান করতে চান নাকি সার্ভে খতিয়ান সেটি সিলেক্ট করুন। অতঃপর, বিভাগ – জেলা – উপজেলা/থানা – খতিয়ানের ধরণ – মৌজা/জেএল সিলেক্ট করে খতিয়ান সিলেক্ট করুন এবং তথ্য যাচাই করুন।

eporcha gov bd থেকে খতিয়ান অনুসন্ধান করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, নামজারি খতিয়ান অনুসন্ধান করতে চান নাকি সার্ভে খতিয়ান অনুসন্ধান করতে চান সিলেক্ট করুন। অতঃপর, জমি সংক্রান্ত তথ্য সিলেক্ট করে খতিয়ান যাচাই করুন।

নামজারি খতিয়ান অনুসন্ধান করার জন্য dlrms.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। নামজারি খতিয়ান সিলেক্ট করুন। বিভাগ – জেলা – উপজেলা/থানা – মৌজা/জেএল সিলেক্ট করুন। অতঃপর, খতিয়ান নং লিখে সার্চ করুন বা তালিকা থেকে খুঁজে বের করে দুইবার ক্লিক করে তথ্য যাচাই করতে পারবেন।

ই নামজারি যাচাই করার জন্য mutation.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। বিভাগের নাম সিলেক্ট করুন, আবেদনের আইডি নং লিখুন এবং খুঁজুন বাটনে ক্লিক করুন। নামজারি আবেদনের অবস্থা জানতে পারবেন।